Khoborerchokh logo

এম সি কলেজের ধর্ষনের প্রতিবাদে, গাজীপুরে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল । 1039 0

Khoborerchokh logo

এম সি কলেজের ধর্ষনের প্রতিবাদে, গাজীপুরে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ।

  রনি আহম্মদ
গতকাল বৃহস্পতিবার ,ইসলামী  শাসনতন্ত্র ছাত্র আন্দোলন  পূর্ব ঘূষিত কর্মশূচীর অংশ হিসেবে, গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে।গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চৌরাঙ্গী মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে বাদ আছর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
বক্তারা তাদের আলোচনায় বলেন, দেশরত্ন মান্যনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিনিত অনুরোধ এবং বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানায়।বাংলাদেশ আর  যেন কোন মা,বোনকে ধর্ষণের শিকার না হতে হয়। সিলেটের এম সি কলেজের ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়। বক্তারা আরো বলেন যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা শুধু সিলেটের এম সি কলেজের ক্যাম্পাসকেই দুষিত করে নাই।তারা সারা বাংলাদেশের সকল স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে দূষিত করেছে। বিক্ষোভ  ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সাইদুর রহমান,প্রচার সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর।                        
সভাপতিত্ত্ব করেন মোহাঃ ইকরাম হোসেন খান,সভাপতি ইসলামি শাসন তন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলা। বিক্ষোভ  মিছিলে আর উপস্থিত ছিলেন রেজাউল করিম- সাধারণ  সম্পাদক,ইসলামি শাসন তন্ত্র আন্দোলন গাজীপুর জেলা। মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক ইসলামি শাসন তন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর। হাফেজ মাওঃ দেলোয়ার হোসাইন (আব্দুল্লাহ্),সভাপতি ইসলামী যুব আন্দোলন, গাজীপুর জেলা।
উক্ত সমাবেশ বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আব্দুর রহমান মানিক,
সহ-সভাপতি ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন।এছারাও বক্তব্য রাখেন হাঃ মাওঃ আব্দুল হালিম সাবেক সাধারন সম্পাদক" ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর। ও ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর এর "সাধারন সম্পাদক" 
মুহাঃ নূরুল আমিন সহ জেলা ও মহানগরের অন্যান্য সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দরা ।
অত:পর সভাপতির সমাপনি বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com